অপ্রয়োজনীয় আসবাবপত্র থেকে আয়, প্রয়োজন মেটাবে রিসাইকেল বিন
রিসাইকেল বিন,দেশের সবচেয়ে বড় অনলাইন শপিং প্লাটফর্মঃ করোনাকালীন সময়ে যখন মানুষের জীবন যাএা থমকে আছে। বাইরে বের হওয়া ও প্রয়োজনীয় সামগ্রী কেনা হয়েছে কঠিন, সেই সময়ে মানুষের ভরসা ও বিশ্বাস পুঁজি করে একদল তরুন -তরুনী নিয়ে আসে রিসাইকেল নামক একটি ফেসবুক গ্রুপ। ক্রমেই জনপ্রিয় হয়ে ওঠে গ্রুপটি। এখানে মূলত ঘরের অপ্রয়োজনীয় ও পরে থাকা আসবাবপত্রের ছবি বা ভিডিও দেয়ার মাধ্যমে অন্যান্যদের দৃষ্টি আকর্ষন করা হয়।ফলে যাদের কেনা প্রয়োজন তারা বিভিন্ন কুরিয়ার সার্ভিস ব্যাবহারের মাধ্যমে জিনিসপত্র আদানপ্রদান করে থাকেন। ফলে করোনা মহামারির মধ্যেও মানুষ প্রয়োজনীয় জিনিসটি অতি অল্প দামে নিয়ে নিতে পারছেন। মোঃ মশিউর রহমান একজন সরকারি কর্মকর্তা। রিসাইকেল বিনে সবে মাএ যুক্ত হয়েছেন। গ্রুপটা বেশ ভালো লাগলো এবং বাচ্চাদের জন্য কিছু খেলনা ও সহধর্মিণীর জন্য একটি জামদানী শাড়ী খুবই কম দামে কিনে ফেললেন। এভাবেই হাজারো কম আয়ের মানুষদের মুখে হাসি ফুটছে একটি মাএ অলাভজনক ফেসবুক গ্রুপের মাধ্যমে। গ্রুপটিতে বেশ কিছুদিন আগে হয়ে গেল উদ্দোক্তা মেলা। যারা নতুন উদ্দক্তা রয়েছেন, গ্রুপট...