অপ্রয়োজনীয় আসবাবপত্র থেকে আয়, প্রয়োজন মেটাবে রিসাইকেল বিন
রিসাইকেল বিন,দেশের সবচেয়ে বড় অনলাইন শপিং প্লাটফর্মঃ
করোনাকালীন সময়ে যখন মানুষের জীবন যাএা থমকে আছে। বাইরে বের হওয়া ও প্রয়োজনীয় সামগ্রী কেনা হয়েছে কঠিন, সেই সময়ে মানুষের ভরসা ও বিশ্বাস পুঁজি করে একদল তরুন -তরুনী নিয়ে আসে রিসাইকেল নামক একটি ফেসবুক গ্রুপ।
ক্রমেই জনপ্রিয় হয়ে ওঠে গ্রুপটি। এখানে মূলত ঘরের অপ্রয়োজনীয় ও পরে থাকা আসবাবপত্রের ছবি বা ভিডিও দেয়ার মাধ্যমে অন্যান্যদের দৃষ্টি আকর্ষন করা হয়।ফলে যাদের কেনা প্রয়োজন তারা বিভিন্ন কুরিয়ার সার্ভিস ব্যাবহারের মাধ্যমে জিনিসপত্র আদানপ্রদান করে থাকেন। ফলে করোনা মহামারির মধ্যেও মানুষ প্রয়োজনীয় জিনিসটি অতি অল্প দামে নিয়ে নিতে পারছেন।
মোঃ মশিউর রহমান একজন সরকারি কর্মকর্তা। রিসাইকেল বিনে সবে মাএ যুক্ত হয়েছেন। গ্রুপটা বেশ ভালো লাগলো এবং বাচ্চাদের জন্য কিছু খেলনা ও সহধর্মিণীর জন্য একটি জামদানী শাড়ী খুবই কম দামে কিনে ফেললেন।
এভাবেই হাজারো কম আয়ের মানুষদের মুখে হাসি ফুটছে একটি মাএ অলাভজনক ফেসবুক গ্রুপের মাধ্যমে।
গ্রুপটিতে বেশ কিছুদিন আগে হয়ে গেল উদ্দোক্তা মেলা।
যারা নতুন উদ্দক্তা রয়েছেন, গ্রুপটি তাদের দিয়েছে এক বিশাল প্লাটফর্ম। ফলে একটি বিশাল জনসমাগমে নিজেদের পরিচিত টা হয়ে উঠছে সহজ ও সাবলিল।
এমন আরও বেশ কিছু নতুনত্ব কে সাথে নিয়ে আমরা এগিয়ে যেতে চাই ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন ও বাস্তবায়নের পথে।
রিগার্ডস
নাবিলা
nice write up...thanks Nabila
ReplyDeleteThank you so much for you valuable comment!
DeleteBeing an admin of Recylcle Bin Group- the largest active community of Bangladesh, really I am proud. Thanks a lot from each of 950 thousand members of our group.
ReplyDeleteSince no photo/ link is shared, it is being tough to identify which group you are talking about. Crazy people are opening groups and pages or change the names to Recycle Bin to get engagement. Even they do not bother to use our group rules & cover without taking any permission.
- masum abdullah
Admin of Recycle Bin
Thanks for your comment. I will add up the group link!
Delete